ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের মানুষের সহায়তায় জরুরি ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন উড়োজাহাজ ১১ টনের বেশি ত্রাণসামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশে রওনা হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রেরিত ত্রাণের মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস ও ওষুধ। একই দিনে এসব সামগ্রী হস্তান্তর শেষে বিমানটি দেশে ফিরিয়ে আনা হবে।
গত ৩১ আগস্ট আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ পর্যন্ত অন্তত ২২০৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩৬৪০ জনের বেশি, আর ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ হাজারেরও বেশি বাড়িঘর। দুর্যোগে খাদ্য, পানি ও আশ্রয়ের সংকট তৈরি হওয়ায় দেশটিতে মানবিক বিপর্যয়ের ঝুঁকি দেখা দিয়েছে।
প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সরকার মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ নেয়। উড়োজাহাজ যাত্রার আগে ঢাকায় এক ব্রিফিংয়ে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন ত্রাণ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/এ.সং/এ.জে
আপনার মতামত লিখুন :