ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

কুলিয়ারচরে প্রবাসীর ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন

কালের সমাজ | কিশোরগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৮:৪৩ পিএম কুলিয়ারচরে প্রবাসীর ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত হয়েছেন সৌদি আরবপ্রবাসী মনির হোসেন (৩৯)। বর্তমানে তিনি স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনা ঘটে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের খিদিরপুর এলাকায়। অভিযোগ ও ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, প্রবাস ফেরত মনির হোসেন সম্প্রতি একটি নতুন সুজুকি জিকসার মোটরসাইকেল ক্রয় করেন। ওই মোটরসাইকেল নিয়ে যাতায়াতের সময় প্রতিবেশীর এক শিশু দুষ্টুমির ছলে পেছন টান দিলে তিনি পড়ে গিয়ে মোটরসাইকেলটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

এরপর দিন বিকেলে কুলিয়ারচর পৌর এলাকায় তার কেনা জায়গা থেকে গাছ বিক্রির টাকা (৬৫ হাজার টাকা) নিয়ে ফেরার পথে ফালু মিয়া, তার ছেলে রফিক মিয়া, মেয়ে রেখা বেগম ও স্ত্রী তহুরা বেগম দেশীয় অস্ত্র নিয়ে মনির হোসেনের ওপর অতর্কিত হামলা চালান। এতে মাথায় গুরুতর কোপসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত প্রবাসীর স্ত্রী রিমা আক্তার বলেন, “আমার স্বামীর ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, প্রবাসীর স্ত্রীর দায়ের করা লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!