ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

ঘোড়াঘাটে রাতভর সেনাবাহিনীর তল্লাসী

কালের সমাজ ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি আগস্ট ৩০, ২০২৫, ০৫:৪৪ পিএম ঘোড়াঘাটে রাতভর সেনাবাহিনীর তল্লাসী

দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাবাহিনী বৃহস্পতিবার রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত মহাসড়কে ব্যাপক চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে। পৌরশহরের আজাদমোড় এলাকায় এই কার্যক্রম পরিচালনা করেন ঘোড়াঘাট অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার মেজর নূর এ আলম শহীদ ফারাবী।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে মোটরসাইকেল, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা ও পিকআপসহ শতাধিক যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। পাশাপাশি যানবাহনের ভেতরে অবৈধ কিছু আছে কিনা তাও পরীক্ষা করা হয়।

মেজর নূর এ আলম শহীদ ফারাবী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক, চুরি ও ছিনতাইসহ অপরাধ ঠেকাতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মাঠ পর্যায়ে কাজ চালাচ্ছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান প্রয়োজন অনুযায়ী চলমান থাকবে।
 

 

কালের সমাজ/ সা.  ই./ সাএ

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!