থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বিরোধী ভূমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল। শুক্রবার অনুষ্ঠিত ভোটে তিনি ক্ষমতাসীন ফেউ থাই পার্টির প্রার্থী চাইকাসেম নিতিসিরিকে পরাজিত করেন।
গত মাসে নৈতিকতার প্রশ্নে সাংবিধানিক আদালতের রায়ে প্রধানমন্ত্রী পদ হারান পেতংতার্ন সিনাওয়াত্রা। তার শূন্যস্থান পূরণে সংসদে অনুষ্ঠিত ভোটে অনুতিন ২৪৭-এর বেশি ভোট পান, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট।
ভোটের ফল আনুষ্ঠানিকভাবে রাজা মহা ভাজিরালংকর্নের অনুমোদন পেলেই তিনি নতুন সরকার গঠন করবেন। নির্বাচিত হলে অনুতিন আগামী চার মাসের মধ্যে সাধারণ নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা তাকে ছোট দলগুলোর সমর্থন এনে দেয়।
উল্লেখ্য, সিনাওয়াত্রা পরিবারভুক্ত পেতংতার্ন ২০২৪ সালের আগস্টে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তবে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ায় নৈতিক মানদণ্ড লঙ্ঘনের অভিযোগে আদালত তাকে পদচ্যুত করে।
কালের সমাজ/এ.সং/এ.জে
আপনার মতামত লিখুন :