ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ফের কেঁপে উঠল মাটি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশটিতে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নতুন করে মৃত্যু ও ক্ষয়ক্ষতি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর মাত্র দুই দিন আগে দেশটিতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। নতুন করে আঘাত হানা ভূমিকম্প সাধারণ মানুষের আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ১২৪ জন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। দুই দিন আগের ৬ মাত্রার ভূমিকম্পও একই গভীরতায় সংঘটিত হয়েছিল।
নতুন ভূমিকম্পের পর আতঙ্কে উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে বেশ কিছু পাহাড় ধসে পড়ে এবং ক্ষতিগ্রস্ত স্থানে যাতায়াত আরও কঠিন হয়ে ওঠে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অনেক বাড়িই দ্বিতীয় ভূমিকম্পে পুরোপুরি ধসে পড়ে। ইতোমধ্যে ৫ হাজার ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সময় যত গড়াচ্ছে, ধ্বংসস্তূপ থেকে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা তত ক্ষীণ হয়ে যাচ্ছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :