২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফলাফল জানার সহজ পদ্ধতি:
পরীক্ষার্থীরা মোবাইল ফোনের মেসেজ অপশনে "SSC" লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর এবং স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।
উদাহরণ:
SSC Dha 123456 2025
মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের ফলাফল পাবার জন্য প্রি-রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক। প্রি-রেজিস্ট্রেশনের জন্য এই ফরম্যাটে এসএমএস পাঠাতে হবে:
Dakhil Mad 123456 2024
পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইলে ফলাফল এসএমএসের মাধ্যমে পাঠানো হবে।
কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষার্থীদের জন্য এসএমএস ফরম্যাট হলো:
SSC Tec 123456 2024
যা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এসএসসি পুনর্নিরীক্ষণের ফলাফল জানার এই পদ্ধতি পরীক্ষার্থীদের জন্য সময় সাশ্রয়ী এবং সহজলভ্য মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :