ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

বাকৃবিতে পশুপালন অনুষদের নবীনবরণ বর্জন, ফাঁকা রইল চেয়ার

কালের সমাজ | বাকৃবি প্রতিনিধি আগস্ট ১০, ২০২৫, ১০:১৫ এএম বাকৃবিতে পশুপালন অনুষদের নবীনবরণ বর্জন, ফাঁকা রইল চেয়ার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা (৬১তম ব্যাচ) কম্বাইন্ড ডিগ্রির দাবির প্রতি সংহতি জানিয়ে অনুষদীয় নবীনবরণ অনুষ্ঠান বর্জন করেছেন। একই সঙ্গে আগামী ১১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সব ক্লাস বর্জনেরও ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ৩টায় পশুপালন অনুষদের নবীনবরণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে এর আগে বিকেল ২টার দিকে নবীন শিক্ষার্থীরা এক বিবৃতির মাধ্যমে অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান।

এর আগে সকালেই বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের নতুন শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে, যা আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নবীন শিক্ষার্থীরা তাদের বিবৃতিতে বলেন, “আমাদের সিনিয়ররা যে এক দফা যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন, আমরা সেই দাবির প্রতি সংহতি ঘোষণা করছি। এই পরিস্থিতিতে আমাদের পক্ষে ফ্যাকাল্টি ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করা সম্ভব নয়। যতদিন পর্যন্ত দাবির কার্যকর সমাধান না হবে, ততদিন আমরা সব ধরনের অনুষদীয় কার্যক্রম ও ক্লাস বর্জন করব।”

উল্লেখ্য, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে টানা নয় দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। সম্প্রতি তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে আন্দোলনে যোগ দিয়েছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরাও। আন্দোলনকারীরা ডিন অফিস ও প্রধান দুটি গেটে তালা ঝুলিয়ে দেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!