ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

সারা দেশে গণঅধিকার পরিষদের বিক্ষোভ আজ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩০, ২০২৫, ১০:৫৬ এএম সারা দেশে গণঅধিকার পরিষদের বিক্ষোভ আজ

রাজধানীর কাকরাইলে দলীয় সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার (৩০ আগস্ট) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ। একইসঙ্গে ঢাকায় কেন্দ্রীয় বিক্ষোভ সমাবেশেরও ডাক দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিকদের কাছে এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, শনিবার দুপুর ১২টায় দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং বিকেল ৩টায় ঢাকার কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম সংলগ্ন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় গুরুতর আহত হন সংগঠনের সভাপতি নুরুল হক নুর।

পরে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নুরুল হক নুরের মুখ ও বুক রক্তে ভেসে গেছে এবং নাক ফেটে গেছে। স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নেওয়ার দৃশ্যও সেখানে ধরা পড়ে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!