ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

রোববার বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কালের সমাজ | বিশেষ প্রতিবেদক আগস্ট ৩০, ২০২৫, ০৪:৩৯ পিএম রোববার বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আগামীকাল (রোববার) বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র সফল হবে না।”

প্রধান উপদেষ্টা এর আগেও ঘোষণা দিয়েছিলেন যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যেই আনুষ্ঠানিক রোডম্যাপ প্রকাশ করেছে।

গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের মিডিয়া সেন্টারে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণা করেন।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হবে।

রোডম্যাপে আরও বলা হয়, নির্বাচনের প্রস্তুতি হিসেবে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন, দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ ২৪টি গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দেওয়া হবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!