রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আলোচনায় আসা লাল টি-শার্ট পরিহিত যুবকের পরিচয় মিলেছে বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার (৩০ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, ওই যুবক পুলিশের কনস্টেবল মিজানুর রহমান। তার বিপি নম্বর ৯৭১৭১৯৭২৪৩। তিনি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা চালিয়েছেন।
এর আগে আরেক পোস্টে রাশেদ খান বলেন, “লাল টি-শার্টধারী ব্যক্তি যাকে পেটাচ্ছিলেন তিনি নুর নন, ছাত্রনেতা সম্রাট। তবে ওই ব্যক্তির ওপর দায় চাপিয়ে নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর সেনাবাহিনীর হামলা আড়াল করার সুযোগ নেই। আমাদের কার্যালয়ে ঢুকে অসংখ্য নেতাকর্মীকে রক্তাক্ত করেছে সেনাসদস্যরা। এর দায় এড়ানো যাবে না।”
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান জানান, ভিডিওতে দেখা লাল টি-শার্ট পরা ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। “তাকে আটক করার পর ভুলবশত ছেড়ে দেওয়া হয়েছিল। কয়েকটি টিম কাজ করছে, দ্রুতই শনাক্ত করা যাবে।”
শুক্রবার (২৯ আগস্ট) রাতে আওয়ামী লীগবিরোধী মিছিল থেকে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গেলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা হয় বলে অভিযোগ। প্রতিবাদে সংগঠনটির মশাল মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, সেনা ও পুলিশ সদস্যরা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর লাঠিচার্জ করছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের নাক, ডান চোয়াল ও মাথার হাড় ভেঙে গেছে। মাথার ভেতরে সামান্য রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং নিয়মিত পর্যবেক্ষণ চলছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :