ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা শুরু

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৪, ২০২৫, ১২:০৮ পিএম শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা শুরু

জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জেরা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেলে এ জেরা শুরু হয়।

কারা জেরা করছেন

শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন মামুনকে জেরা করছেন। এর আগে ২ সেপ্টেম্বর আংশিক জেরা সম্পন্ন হয়েছিল। পরদিন (৩ সেপ্টেম্বর) স্টেট ডিফেন্সের আবেদনের প্রেক্ষিতে বাকি জেরার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।

রাজসাক্ষীর জবানবন্দি

জবানবন্দিতে চৌধুরী মামুন বলেন—

  • আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশে রাজনৈতিক প্রভাব ও গ্রুপিং বেড়ে গিয়েছিল।

  • শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়েছে।

  • তিনি নিজেও দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

মামলার অগ্রগতি

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় এখন পর্যন্ত ৩৬ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে এসেছে।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। প্রসিকিউশন তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে।

অভিযোগের বিস্তারিত

  • মোট পৃষ্ঠাসংখ্যা: ৮,৭৪৭

  • তথ্যসূত্র: ২,০১৮ পৃষ্ঠা

  • জব্দতালিকা ও দালিলিক প্রমাণ: ৪,০০৫ পৃষ্ঠা

  • শহীদদের তালিকা: ২,৭২৪ পৃষ্ঠা

  • সাক্ষীর সংখ্যা: ৮১ জন

উল্লেখ্য, গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ সংক্রান্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয়।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!