ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় আপাতত আগামীকাল পর্যন্ত স্থগিত থাকবে। একইসঙ্গে ওই রায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনটি বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি করা হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের আদেশে ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এই রায় দেন। তবে একই দিন বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিয়মিত আপিল করার নির্দেশ দেয়।
রিট মামলার সূত্রে জানা যায়, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএম ফাহমিদা আলম রিট দায়ের করেন। হাইকোর্ট তার আবেদনের প্রাথমিক শুনানি শেষে ফরহাদের বিরুদ্ধে আনা অভিযোগ ১৫ দিনের মধ্যে ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে নির্দেশ দেয়।
উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রার্থী রয়েছেন। বিভিন্ন সম্পাদকীয় পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শতাধিক প্রার্থী। সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন সদস্য পদে—২১৭ জন।
আসন্ন নির্বাচনে মোট ২৮টি পদে লড়বেন প্রার্থীরা। তবে হাইকোর্টের স্থগিতাদেশ ও আপিল বিভাগের পরবর্তী শুনানি নির্বাচনী প্রক্রিয়ার গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :