ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। বিষয়টি নিয়ে শিগগিরই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।
রিটে উল্লেখ করা হয়েছে, ফরহাদ পূর্বে বাংলাদেশ ছাত্রলীগের কমিটির দায়িত্বে ছিলেন। এরপরও কীভাবে তিনি ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে প্রার্থী হতে পারলেন—এ বিষয়ে প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :