ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য হাইকোর্টের বড় সুখবর

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২, ২০২৫, ০৬:৫৭ পিএম এমপিওভুক্ত শিক্ষকদের জন্য হাইকোর্টের বড় সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত পাঁচ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীর জন্য হাইকোর্ট দিয়েছে যুগান্তকারী রায়। অবসরের পর ছয় মাসের মধ্যেই তাদের অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ ১৩ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করেন।

এর আগে গত বছরের ২২ ফেব্রুয়ারি এই একই বেঞ্চ অবসরের ছয় মাসের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ভাতা প্রদানের নির্দেশ দিয়েছিলেন।

রায়ে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে শিক্ষকরা অবসরকালীন সুবিধা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। বছরের পর বছর ঘুরেও তারা প্রাপ্য সুবিধা পান না। বিশেষ করে একজন প্রাথমিক স্তরের শিক্ষক অল্প বেতনে চাকরি করেন, তাই অবসরে যাওয়ার পর সুবিধা পেতে তাকে হয়রানির শিকার করা অনৈতিক ও অমানবিক।

আদালত স্পষ্টভাবে জানিয়ে দেন—অবসরকালীন সুবিধা অবশ্যই ছয় মাসের মধ্যে প্রদান করতে হবে। শিক্ষকরা জীবনের শেষ সময়ে আর দ্বারে দ্বারে ঘুরবেন না।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!