ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

জাপানে এক লাখ দক্ষ জনবল পাঠানোর পরিকল্পনা সরকারের

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৭:১৭ পিএম জাপানে এক লাখ দক্ষ জনবল পাঠানোর পরিকল্পনা সরকারের

বাংলাদেশ থেকে জাপানে এক লাখ দক্ষ জনবল পাঠানোর পরিকল্পনা করছে সরকার। বিষয়টি সম্প্রতি প্রধান উপদেষ্টার জাপান সফরের সময় দেশটির সরকারের সঙ্গে চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, “জাপান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় এক লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে সেখানে যেতে হলে অবশ্যই জাপানি ভাষা জানতে হবে। ভাষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এ সময় মন্ত্রী–এমপিদের জন্য গাড়ি কেনার প্রস্তাব নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, নির্বাচিত মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব অর্থ মন্ত্রণালয় বাতিল করেছে। পরিবর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে মাঠ প্রশাসনের জন্য ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!