ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
ডাকসু নির্বাচন

৫ কেন্দ্রে বিপুল ব্যবধানে এগিয়ে সাদিক কায়েম

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১০, ২০২৫, ০২:৫৩ এএম ৫ কেন্দ্রে বিপুল ব্যবধানে এগিয়ে সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ৫টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সবকটি কেন্দ্রে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন।

ফলাফল ঘোষিত হলগুলো হলো: শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল।

ফলাফলে দেখা গেছে, সাদিক কায়েম ৭,০৭৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১,৭৮৯ ভোট।

নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য

  • দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয়েছে মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন।

  • ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে, ৮১০টি বুথে।

  • ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন।

    • ভিপি পদে: ৪৫ জন (নারী ৫)

    • জিএস পদে: ১৯ জন (নারী ১)

    • এজিএস পদে: ২৫ জন (নারী ৪)

  • মোট ভোটার: ৩৯,৭৭৫ জন

    • ছাত্র ভোটার: ২০,৮৭৩

    • ছাত্রী ভোটার: ১৮,৯০২

  • ভোটগ্রহণের হার: ৮০ শতাংশের বেশি

নির্বাচনের এই ফলাফল ভোটারদের শক্তিশালী অংশগ্রহণ ও ছাত্র রাজনীতিতে নতুন নেতৃত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!