ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত: নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কালের সমাজ কাজিপুর প্রতিনিধি সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৫:৩৯ পিএম সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত: নিরাপত্তা নিয়ে উদ্বেগ

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সবার মনে দাগ কেটেছে। গত ৫ সেপ্টেম্বর, শুক্রবার, মেঘাই ঘাট থেকে সোনামুখী যাওয়ার পথে একটি বালুভর্তি ট্রাকের সাথে মোটরসাইকেলে আরোহী তিনজনের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী বাবা, মা ও তাদের সন্তান ঘটনাস্থলেই প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘাই থেকে বালুভর্তি একটি ট্রাক সোনামুখীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে ট্রাকটির সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যায় এবং স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং রাস্তা থেকে অবরোধ সরিয়ে দেয়। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, "আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি এবং শীঘ্রই তদন্ত প্রতিবেদন জমা দেব।"

এই দুর্ঘটনার ফলে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই এই সড়কটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় এক বাসিন্দা জানান, "মেঘাই ঘাট থেকে সোনামুখীর রাস্তা সিঙ্গেল লাইন হওয়ায় এখানে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রায়ই এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে।"

স্থানীয়রা প্রশাসনের কাছে যানজট কমানোর এবং বড় ট্রাকগুলোর চলাচল নিয়ন্ত্রণ করার দাবী জানিয়েছেন। মেঘাই ঘাটের আশেপাশে বেশ কয়েকটি বালুর পয়েন্ট থাকায় এখান থেকে প্রতিদিন অসংখ্য ট্রাক বালু সরবরাহ করে দেশের বিভিন্ন স্থানে। এই ট্রাক চলাচলের কারণে স্থানীয়দের সড়কে চলাচল করতে ভয় পেতে হয়।

সরকারের প্রতি আবেদন জানিয়ে স্থানীয়রা বলেন, "এই সড়ক দুর্ঘটনা যেন আর কারো পরিবারের জন্য কষ্টের কারণ না হয়। প্রশাসনের উচিত এই পথের নিরাপত্তা জোরদার করা এবং সড়কটিকে দ্বৈত লাইন করার ব্যবস্থা করা।"

এই দুর্ঘটনা আমাদের সড়ক নিরাপত্তা সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করছে। প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের উপর নির্ভর করছে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে কি না।

 

কালের সমাজ/ ফ. ই./ সাএ

 

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!