ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সুন্দরবনে অবৈধ প্রবেশে ৩ জেলে আটক

কালের সমাজ এইচ এম লিটন, কয়রা (খুলনা) প্রতিনিধি সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৬:২৬ পিএম সুন্দরবনে অবৈধ প্রবেশে ৩ জেলে আটক

বিনা অনুমতিতে সুন্দরবনে প্রবেশের অভিযোগে তিন জেলেকে আটক করেছে কোবাদক স্টেশনের বন রক্ষীরা। রবিবার ভোরে স্টেশন কর্মকর্তা মো. আনিছুর রহমানের নেতৃত্বে আড়পাঙ্গাশিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

 

এ সময় ৩৫ কেজি কাঁকড়া, একটি ডিঙ্গি নৌকা ও কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়। আটকরা হলেন শ্যামনগরের নাপতি খালী গ্রামের রবিউল (৪০), আবুল বাশার (৩৫) ও সাপখালীর মো. ঈসা (৪২)।

 

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান জানান, বন আইনে মামলা দায়েরের পর আটক জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

কালের সমাজ/ লি.মি./সাএ
 

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!