ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে এক সড়ক দু*র্ঘ`টনায় দুইজন নি*হ*ত হয়েছেন। রোববার(৭ই সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে মহাসড়কের ঢাকামূখী লেইনে এ দু*র্ঘটনা ঘটে। দু*র্ঘটনার শিকার শ্যামলী পরিবহনের একটি বাস ও একটি ট্রাক জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ।
জানাগেছে, আজ সকালে লালপোল হাফেজিয়া নামক স্থানে শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো -ব ১২-০২৪১) পেছন থেকে সজোরে ধা*ক্কা দেয় বালু ভর্তি একটি ট্রাককে। এতে বাসের চালক, সুপারভাইজার ও সহকারি মা*রা*ত্মক আ*হত হয়। হাইওয়ে থানার পুলিশ ও দ*মকল বা-হিনীর সদস্যরা আ*হত তিনজনকে উদ্ধার করে ফেনী সদর ২৫০ শয্যা জেনারেল হা`স"পাতালে ভর্তি করেন।
হা`স`পাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃ*ত ঘোষনা করেন। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন। নি"হ"তরা হলেন, বাসের সুপারভাইজার রবিউল ইসলাম ও সহকারি মোহাম্মদ রফিক।
স্থানীয় কিছু দোকানদার সাথে কথা বলে জানা যায় গুটি গুটি বৃষ্টির কারণে গাড়ির গতিও অনেক বেশি ছিল এরমধ্যে মহাসড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত হওয়ার কারণে ড্রাইভার বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার কারণে শ্যামলী পরিবহন এই দুর্ঘটনার কবলে পড়ে।
কালের সমাজ/হৃ.ফ./ সাএ
আপনার মতামত লিখুন :