ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

সিরাজগঞ্জে ঈদে মিলাদুন নবী (সাঃ) উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালের সমাজ সিরাজগঞ্জ উল্লাহপাড়া প্রতিনিধি সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৩:৫১ পিএম সিরাজগঞ্জে ঈদে মিলাদুন নবী (সাঃ) উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন নবী (সা.) যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিরাজগঞ্জে পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ইসলামি সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল— কুরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশনা, ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা।

আলোচনা সভায় বক্তারা বলেন, নবী করিম (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর দেখানো জীবনাদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। তাঁরা মুসলিম উম্মাহকে নবীর শিক্ষা অনুযায়ী সত্য, ন্যায়, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ইসলামি চিন্তাবিদ, আলেম-ওলামা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ/  উ.প./ সাএ

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!