সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ-এর উদ্যোগে সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার ০৬ সেপ্টেম্বর সকাল ১০:০০ টায় সোনারগাঁ রয়েল রিসোর্ট অডিটোরিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মহসীন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল খানসহ প্রমুখ।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি শারমিন এস মুরশিদ বলেন, ‘ভালো ফলাফল করেছ, জীবনের প্রথম ধাপের পরীক্ষায় তোমরা সফল হয়েছ। এটা তোমাদের চূড়ান্ত সফলতা নয়। চূড়ান্ত সফলতা সেদিনই আসবে, যেদিন তোমরা এই সাফল্যের ধারাবাহিকতা সামনে অক্ষুণ্ন রেখে পরিপূর্ণ মানুষ হতে পারবে। সফলতা মানেই সার্থকতা নয়। সফলতা গুরুত্বপূর্ণ কিন্তু সার্থকতা তার চেয়ে আরও বেশি প্রয়োজন। তোমাদের নিজের একার সফলতার চিন্তাকে বাদ দিয়ে যখন অনেককে নিয়ে সফল হতে পারবে, তখনই আসে সার্থকতা। এ জন্য শুধু বই পড়লে হবে না, মানুষের সঙ্গেও যুক্ত থাকতে হবে। মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হতে পারো, সেই চেষ্টা করতে হবে।’
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমান বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হবে তোমাদের। এ জন্য নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। আমরা বাংলাদেশের জয় চাই, তোমাদের সেই জয়ের পথকে সুগম করার জন্য নিজেদের তৈরি করতে হবে।
কালের সমাজ/ সা. স./সাএ
আপনার মতামত লিখুন :