সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বেলকুচি প্রেসক্লাব দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কোনো নির্বাচন ছাড়াই পরিচালিত হচ্ছে। প্রেসক্লাবের কার্যক্রম পরিচালিত হচ্ছে মেয়াদ উত্তীর্ণ কমিটি দ্বারা, যার ফলে এলাকায় বিভিন্ন ধরনের গুঞ্জন ও অসন্তোষ দেখা দিয়েছে।
বেলকুচি প্রেসক্লাবের বর্তমান সভাপতি হচ্ছেন সাইদুর রহমান, যিনি পূর্বে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে প্রেসক্লাব টিকে কুক্ষিগত করে রাখার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সম্প্রতি প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং পরিবেশবাদী ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট শহীদুল ইসলাম সরকার সিরাজগঞ্জ শহরের ব্রাইট হেলথ হাসপাতালের আন্ডার গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট শহীদুল ইসলাম সরকার বেলকুচি প্রেসক্লাবের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙ্গে নতুন আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান। তার মতে, বর্তমান কমিটি প্রেসক্লাবের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে এবং নতুন কমিটি গঠন জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, `বেলকুচি প্রেসক্লাবে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন পরিচালনা করা প্রয়োজন, যাতে করে নতুন নেতৃত্ব আসতে পারে এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হয়।`
উল্লেখ্য যে, সাইদুর রহমান গত ৫ই আগস্ট পর্যন্ত বেলকুচি উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তৎক্ষণাৎ কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রেসক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রেসক্লাবের গঠন ও পরিচালনা নিয়ে এ ধরনের সংকটের ফলে স্থানীয় সাংবাদিকদের পেশাগত কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন অনেকেই। তারা মনে করছেন, প্রেসক্লাবের একটি শক্তিশালী ও সক্রিয় কমিটি থাকলে স্থানীয় সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
বেলকুচি প্রেসক্লাবের এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে একটি নির্দিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়ন প্রয়োজন।
কালের সমাজ/ জ.জ/সাএ
আপনার মতামত লিখুন :