ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা: আসামি সাড়ে তিন হাজার

কালের সমাজ রাজবাড়ী জেলা প্রতিনিধি সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:৩৬ এএম নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা: আসামি সাড়ে তিন হাজার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে সংঘটিত সহিংসতার ঘটনায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। মামলায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। শুক্রবার রাতেই গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনায় ১০-১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং দুইটি পুলিশ গাড়ি ভাঙচুর করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব বলেন, “বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলের দরবার শরীফে হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে পুলিশও আক্রান্ত হয়। হামলাকারীরা দুইটি গাড়ি ভাঙচুর করে। মামলার পর এখন আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।”


এদিকে সহিংসতার পর বর্তমানে দরবার এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ধ্বংসস্তূপ দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষ।

প্রসঙ্গত, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর দরবারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হন এবং উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হন। পরে হামলাকারীরা নুরাল পাগলের কবর থেকে মরদেহ উত্তোলন করে আগুনে পুড়িয়ে দেয়।

 

 

কালের সমাজ/ সাএ


 

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!