দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দেউলী ঘাট এলাকায় মহিলা নদীর ওপর দীর্ঘ ৩০ বছরেও সেতু নির্মাণ হয়নি। ফলে আশপাশের সাত গ্রামের হাজারো মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশ-কাঠের ভাঙাচোরা সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। তখন সাঁকোটি পানিতে তলিয়ে গেলে কৃষকদের উৎপাদিত পণ্য নিয়ে ৫ কিলোমিটার ঘুরে বাজারে যেতে হয়। এতে পণ্য পরিবহন, শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ চরমে ওঠে।
খায়রোল গ্রামের সত্তরোর্ধ্ব তারাপদ সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, “যৌবনকালেও সেতু পাইনি, এখন আশা ছেড়ে দিয়েছি। কত এমপি-মন্ত্রী আসলেন, কিন্তু অবস্থা একই।” শ্যামপুর গ্রামের আরেকজন প্রবীণ জানান, মাপযোগ দেওয়া হলেও আর কোনো কাজ এগোয়নি।
এলাকার শিক্ষার্থী নাসরিন আক্তার বলেন, “বর্ষায় সাঁকো দিয়ে স্কুলে যেতে খুব ভয় লাগে। অনেক সময় পড়ে যাওয়ার উপক্রম হয়।”
সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, “বিগত সরকারের আমলে প্রস্তাব পাঠানো হলেও কোনো কাজ হয়নি। বর্তমানে উপজেলা প্রকৌশলী অফিসের মাধ্যমে পুনরায় প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি শিগগিরই সুসংবাদ পাওয়া যাবে।”
কালের সমাজ/ সাএ
আপনার মতামত লিখুন :