যশোর মণিরামপুর উপজেলার সরকারি মহিলা ডিগ্রী কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য এডভোকেট মকবুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কলেজ গভর্নিং বডির সদস্য আজিজুর রহমান। সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিন্সিপাল আফরোজা মাহমুদ।
আলোচনা সভায় বক্তারা রাসূল (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্বের ওপর আলোকপাত করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কালের সমাজ/ সাএ
আপনার মতামত লিখুন :