পাবনার সাঁথিয়ায় শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগে পুত্রবধূ রুমিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে সাঁথিয়া পৌরসভার দক্ষিণ বোয়াইলমারী কলেজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোজাম্মেল শেখ (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাম্মেল শেখের বাড়ি সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই এলাকায়। তবে তিনি অনেক বছর আগে দক্ষিণ বোয়াইলমারী কলেজপাড়া মহল্লায় বাড়ি করে বসবাস শুরু করেন। তার ছেলে মিঠুর সঙ্গে পাঁচ বছর আগে রুমি খাতুনের বিয়ে হয়। তাদের একটি পুত্রসন্তান রয়েছে।
মোজাম্মেল শেখের স্ত্রী আজেদা বেগম অভিযোগ করে বলেন, গত রোববার মিঠু বাড়ি থেকে বের হওয়ার আগে তার ছেলেকে ফুসকা খাওয়ানোর জন্য আমার কাছে ১০০ টাকা দেয়। এতে ক্ষুব্ধ হয় আমার পুত্রবধূ রুমি। আমার হাতে টাকা দেওয়ায় সে আমাদের সঙ্গে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে দা ও বটি দিয়ে আমার স্বামীকে এলোপাতাড়ি কোপাতে থাকে রুমি। পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, রুমি ও তার মাসহ দু’জনের নামে হত্যা মামলা করেছেন নিহত মোজাম্মেলের মেয়ে মমতাজ বেগম। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালের সমাজ/ সি. প./ সাএ
আপনার মতামত লিখুন :