সরকার আসে সরকার যায় কৃষকের ভাগ্যের কোন পরিবর্তন হয় না- বলে মন্তব্য করেছেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়ন বিএনপির আয়োজনে তারেক রহমন কতৃর্ক ঘোষিত ৩১ দফা বাস্তবায় উপলক্ষে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৬ সেপ্টেম্বর শনিবার বিকালে উপজেলার ঢেউখালী ইউনিয়নের পশ্চিম চন্দ্রপাড়া ইঞ্জিনিয়ার আজিজ শিকদার বাজারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মোঃ কবির খানের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার আঃ আজিজ শিকদার ও হারুন অর রশিদ হাওলাদারের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী ও মোখলেছুর রহমান খান, সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস।
এসময় প্রধান অতিথি বলেন, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে কৃষকের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা কার্যকারি প্রদক্ষেপ নিব এবং প্রত্যেক কৃষকের জন্য কৃষি কার্ড করে দেওয়া হবে যাতে তারা কোন ক্ষতিগ্রস্থ না হয়।
এসময় উপজেলার বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কালের সমাজ/ র.জ./সাএ
আপনার মতামত লিখুন :