ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

বদরুদ্দীন উমর আর নেই

কালের সমাজ সেপ্টেম্বর ৭, ২০২৫, ০১:০৪ পিএম বদরুদ্দীন উমর আর নেই

প্রবীণ বামপন্থি রাজনীতিক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে তিনি ঢাকা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে অসুস্থ হওয়ায় বাড়ি থেকে হাসপাতালে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বদরুদ্দীন উমর ১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষা ও কর্মজীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে, পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন।


তিনি রাজনীতিক, তাত্ত্বিক, লেখক ও গবেষক হিসেবে পরিচিত ছিলেন। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও বিভিন্ন সময়ে তিনি প্রাঞ্জল ও বিশ্লেষণাত্মক ভূমিকা পালন করেছেন। তার পিতাও ছিলেন বর্ধমানের প্রখ্যাত রাজনীতিক আবুল হাশিম, যিনি অবিভক্ত বাংলায় মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

 

কালের সমাজ/ এ.স./সাএ

Side banner
Link copied!