মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের আয়োজনে ৮৭, পুরানা পল্টন, পল্টন টাওয়ার (৪র্থ তলা), ঢাকায় মহীয়সী নারী মাদার তেরেসার ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মানবতার কল্যাণে মাদার তেরেসা’ শীর্ষক আলোচনা সভা, মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক, বাংলাদেশ সুপ্রিমকোর্ট, প্রধান আলোচক ছিলেন পীরজাদা শহীদুল হারুন, সাবেক অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়, এবং সভাপতিত্ব করেন প্রফেসর ড. আহসানউল্লাহ, মাননীয় উপাচার্য ও ট্রেজারার, ইবাইস ইউনিভার্সিটি, উপদেষ্টা, মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল।
উক্ত অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্য, চলচ্চিত্র, নাটক, গান, নৃত্য, উদ্যোক্তা, ওটিট, সাংবাদিকতা, শিক্ষা, চিকিৎসা, সমাজসেবা ও আবৃত্তিসহ বিভিন্ন ক্যাটাগরির সেরা ও সফল ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়।
অন্যান্য শিল্পীদের মধ্যে উদীয়মান সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে মোঃ মুরাদ হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে তিনি ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫ ও জাতীয় পর্যায়ে সঙ্গীত প্রতিযোগিতায় গোল্ড মেডেল পদক অর্জন করেছেন। মুরাদ বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তালিকাভুক্ত শিল্পী। তিনি সরকারি সংগীত কলেজ থেকে মিউজিকে অনার্স ও মাস্টার্স কোর্স ১ম শ্রেণি মানে সম্পন্ন করেছেন।
মুরাদ হোসেন বিভিন্ন মঞ্চ পরিবেশনাসহ টিভি লাইভ অনুষ্ঠান, মিক্সড অ্যালবাম এবং ইউটিউব চ্যানেলে গান করে আসছেন। বর্তমানে তিনি ‘মেঠোপথ থিয়েটার’ নাটকের দলে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন। তার সামনে বেশ কয়েকটি মৌলিক বাংলা গান পর্যায়ক্রমে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে। নাটক ও চলচ্চিত্রে গান করার প্রবল ইচ্ছা রয়েছে এই গুণী শিল্পীর।
কালের সমাজ/এ.জে
আপনার মতামত লিখুন :