ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হলেও ফলাফল ঘোষণার আগে ক্যাম্পাসজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেখা গেছে, প্রায় প্রতিটি ভোটকেন্দ্রের সামনে শিক্ষার্থীরা ফলাফলের জন্য অপেক্ষা করছেন। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ ক্যাম্পাসে উত্তেজনা তৈরি করছে।
ক্যাম্পাসে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে, ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, নির্বাচনী দিনের সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে বিভিন্নভাবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, “কিছু কেন্দ্রে প্রার্থীদের কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, যা আচরণবিধির লঙ্ঘন।”
অন্যদিকে, ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদেক কায়েম সকল প্রার্থী ও ছাত্রসংগঠনকে শিক্ষার্থীদের ম্যান্ডেট মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ডাকসু নির্বাচনে হার-জিতের কিছু নেই। শিক্ষার্থীদের সিদ্ধান্তকে সম্মান করতে হবে। যারা ষড়যন্ত্র করছে, তাদের সেই পথ ত্যাগ করার জন্য বলছি।”
ফলাফলের আগে ক্যাম্পাসে বিরাজ করা থমথমে পরিবেশ এবং সতর্ক পুলিশ মোতায়েন নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :