ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল (৯ সেপ্টেম্বর) ঢাবিতে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন কার্যকর করা হবে। শাহবাগ, হাইকোর্ট, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ও পলাশী ক্রসিং থেকে ডাইভারশন দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনসমূহকে ক্যাম্পাসে প্রবেশ না করে বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে ডিএমপি। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন এ নিয়ন্ত্রণের বাইরে থাকবে। চালক ও যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, নির্বাচনী দিনে উপরোক্ত ক্রসিং ও আশপাশের সড়ক এড়িয়ে চলাচল করার জন্য।
এছাড়া অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা বজায় রাখতে ঢাবি ও এর আশপাশে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ থাকবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :