ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ দেবে ডিএমপি

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৮:৪০ পিএম ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ দেবে ডিএমপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল (৯ সেপ্টেম্বর) ঢাবিতে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন কার্যকর করা হবে। শাহবাগ, হাইকোর্ট, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ও পলাশী ক্রসিং থেকে ডাইভারশন দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনসমূহকে ক্যাম্পাসে প্রবেশ না করে বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে ডিএমপি। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন এ নিয়ন্ত্রণের বাইরে থাকবে। চালক ও যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, নির্বাচনী দিনে উপরোক্ত ক্রসিং ও আশপাশের সড়ক এড়িয়ে চলাচল করার জন্য।

এছাড়া অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা বজায় রাখতে ঢাবি ও এর আশপাশে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ থাকবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!