ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

বান্দরবানে ১৭২ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

কালের সমাজ | মো. ইসমাইলুল করিম ,বান্দরবান জেলা প্রতিনিধি সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৮:২৭ পিএম বান্দরবানে ১৭২ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

পার্বত্য জেলা বান্দরবান পরিষদের উদ্যোগে জেলার ১৭২ জন কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা এবং পরিষদের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, খামলাই ম্রো, লাল জার লম বম ও মো. নাছির উদ্দিন।

আলোচনায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলায় বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হলেও শিক্ষা ব্যবস্থায় অগ্রগতি তেমন হয়নি। এখনো ভৌগোলিক কারণে জেলার প্রায় অর্ধেক জনগণ বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত। তারা আরও উল্লেখ করেন, কাজু ও কফি চাষের পাশাপাশি খাদ্যশস্য ও রবি শস্য উৎপাদনে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে জুম চাষকে উন্নত কৃষি ব্যবস্থার আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করা হয়।

বক্তারা জানান, ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। পরে অতিথিরা কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!