পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকা থেকে দুই জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিম।রোববার (৭ সেপ্টেম্বর) দোঁবেকী অভয়ারণ্যের মুক্তবাঙাল খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ কদমতলা গ্রামের নবাব আলী (৫০) এবং কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের আবুল কাশেম (৫৫)। তাদের বন আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বনবিভাগ সূত্র জানায়, অনুমতি নিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করলেও নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্য এলাকায় মাছ ও কাঁকড়া শিকার করছিলেন। এ সময় স্মার্ট পেট্রোল টিম অভিযান চালিয়ে দু’জনকে আটক এবং মাছ ধরার কাজে ব্যবহৃত তিনটি নৌকা জব্দ করে। তবে তাদের সঙ্গে থাকা আরও পাঁচ সহযোগী পালিয়ে যায়।
এদিকে আটক নবাব আলীর অভিযোগ, একই অভয়ারণ্যে বিপুল কোম্পানির পাঁচটি নৌকা চরপাটা জাল দিয়ে মাছ শিকার করছিল। বনকর্মীরা তাদের আটক করলেও পরে অজ্ঞাত কারণে ছেড়ে দেয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক বলেন, রোববার সকালে দু’জনকে আটক ও তিনটি নৌকা জব্দের খবর পেয়েছি। তবে আরও নৌকা আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।
কালের সমাজ/ র/সাএ
আপনার মতামত লিখুন :