ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে প্রাইম ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৮:২৩ পিএম ড্যাফোডিল ইউনিভার্সিটিতে প্রাইম ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার

প্রাইম ব্যাংক পিএলসি-র উদ্যোগে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ডিআইইউ ফাইন্যান্স ক্লাবের সহযোগিতায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে “ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং” শীর্ষক সেমিনার। এ আয়োজনটি ব্যাংকের ফ্ল্যাগশিপ ক্যাম্পাস উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’-এর অংশ, যা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সমন্বিত ব্যাংকিং সেবা প্রদানের একটি আধুনিক ধারণা।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা তরুণদের মধ্যে আর্থিক সচেতনতা, সঠিক অর্থব্যবস্থাপনা, ব্যাংকিং খাতে ক্যারিয়ার সম্ভাবনা এবং উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন। তিনি তরুণদের জন্য উদ্ভাবনী ব্যাংকিং সেবা ও কাস্টমাইজড উদ্যোগের কথা তুলে ধরেন। কীনোট উপস্থাপন করেন ব্যাংকের এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি আর্থিক সাক্ষরতা, নেতৃত্ব বিকাশ ও ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এছাড়া ডিআইইউ ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হক খান উদ্বোধনী বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানবসম্পদ বিভাগের পরিচালক অনুভব রহমান, ফাইন্যান্স ক্লাবের আহ্বায়ক ও সহকারী অধ্যাপক সাবরিনা আক্তার এবং ক্লাবের সভাপতি রিদম শাহা।

সেমিনারের মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে পরিকল্পিত ‘প্রাইম ইয়ুথ অ্যাকাউন্ট’। এ সময় অংশগ্রহণকারীরা সরাসরি অ্যাকাউন্ট খোলার সুযোগ নিয়ে আধুনিক ব্যাংকিং সেবার অভিজ্ঞতা লাভ করেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!