ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সন্ধ্যা ৭টার মধ্যেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৩:০৩ পিএম সন্ধ্যা ৭টার মধ্যেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭টার মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান।

তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক নজরদারি থাকবে এবং পর্যাপ্ত আনসার মোতায়েন করা হবে। সীমান্ত এলাকায় বিজিবি দায়িত্ব পালন করবে। আর ঢাকায় লাইন ধরে ধারাবাহিকভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে।

উপদেষ্টা আরও বলেন, পূজা উপলক্ষে আশপাশে কোনো মদ বা গাজার আসর বসতে দেওয়া হবে না। এবার সারা দেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এদিকে, পূজা ঘিরে সন্ত্রাসী হামলাসহ যেকোনো নাশকতা ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৮ দফা নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে—

  • আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা নজরদারি জোরদার করা

  • অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পূর্বপ্রস্তুতি গ্রহণ

  • সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ

  • প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক নিয়োগ

  • স্থানীয় প্রশাসনের মাধ্যমে মনিটরিং কমিটি গঠন

  • নারী দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

  • আতশবাজি ও পটকা সম্পূর্ণ নিষিদ্ধকরণ

  • বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, অগ্নিনির্বাপক ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রস্তুত রাখা

চলতি মাসের শেষের দিকে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সরকার ইতোমধ্যেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!