ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৮, ২০২৫, ০১:১৫ পিএম সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে আটক করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এদিনই তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, একই মামলায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আরও পাঁচজনকে আটক করা হয়েছে। ফলে এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!