দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার নূরজাহানপুরে মদিনাতুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মেঝে ঢালাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আল মামুন কাওসার শেখ। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি আবদুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ শামছুর রহমান জিন্না, আবু তায়ের, ইমতিয়াজ আহমেদ, গোলাম কুদ্দুস, জাবেদ খান ও মাহফুজ আহমেদ মুন্না।
উদ্বোধন শেষে প্রধান অতিথি উদ্যোগটির প্রশংসা করে বলেন, “এটি একটি মহৎ ও সৎ কাজ। এই প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানাই।”
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :