ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সিরাজগঞ্জে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালের সমাজ সিরাজগঞ্জ উল্লাহপাড়া প্রতিনিধি সেপ্টেম্বর ৮, ২০২৫, ০২:২৫ পিএম সিরাজগঞ্জে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন-এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার শহরের স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা মোস্তফা জামান বলেন, “মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা প্রতিটি রাষ্ট্রের প্রধান দায়িত্ব। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে গণতন্ত্রের চর্চা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা অপরিহার্য। আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের এ কার্যক্রম দেশ ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, মানবাধিকার কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘন রোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধি করা সময়ের দাবি।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং অতিথিদের মাঝে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
 

কালের সমাজ/উ.প./সাএ

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!