রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদ পুলিশে দেয়া হয়েছে। আজ সোমবার সকালের দিকে সাঈদ ক্লাস করতে এলে রুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেন। পরে রুয়েট প্রশাসন মতিহার থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করেন।
সাঈদ রুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সকালের দিকে সাঈদ ক্লাস রুমে ঢোকার পর শিক্ষার্থীরা তাকে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করে।
সাঈদ রুয়েট ছাত্রলীগের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হলে শিক্ষার্থীদের নির্যাতন, হুমকি ও জুলাই আন্দোলনকারীদের উপর হামলায় অংশ নেয়ার অভিযোগ রয়েছে।
শিক্ষার্থীরা জানান, সাঈদকে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার চেষ্টা চলছিল। শিক্ষার্থীরা রুয়েট কর্তৃপক্ষকে জানিয়ে দেন ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করতে দেয়া হবে না। এরই প্রেক্ষিতে সাঈদ ক্লাস করতে এলে তাকে ধরে রুয়েট কর্তৃপক্ষের কাছে দেয়া হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, শেখ সাজ্জাদ হোসাইন সাঈদ ক্লাস করতে রুয়েটে গিয়েছিল। শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে দেন। পরে প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
কালের সমাজ/ রা.প/ সাএ
আপনার মতামত লিখুন :