সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কমল মতি শিশু সংগঠনের উদ্যোগে রোববার বিকেলে শিশুদের নিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক সংসদ সদস্য আকবর আলী প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।
বক্তব্যে তিনি বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শিক্ষা, নৈতিকতা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সংগঠনের নেতৃবৃন্দ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। নাচ, গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় শিশুদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :