ফরিদপুরের ১৩৪ নং ভাটি কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ নাছিমা বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী লিখিতভাবে এসব অভিযোগ উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষকের অবহেলা ও অসদাচরণের কারণে বিদ্যালয়ের শিক্ষা-শৃঙ্খলা ভেঙে পড়েছে। নিয়মিত শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকা, শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিমাসে টাকা নেওয়া, ক্লাসের সময় কোচিং করানো এবং কোমলমতি শিশুদের সঙ্গে খারাপ ব্যবহারসহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কারণে স্কুলের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষিকারা জানান, প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও দায়িত্বহীন আচরণের কারণে তাদের পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে। একইসঙ্গে অভিভাবকেরা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে নিয়মশৃঙ্খলা ভেঙে পড়ায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক মোসাম্মৎ নাছিমা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তবে স্থানীয়দের অভিযোগ, তার পারিবারিক দ্বন্দ্ব স্কুলে প্রভাব ফেলছে এবং এর খেসারত দিচ্ছে কোমলমতি শিশুরা।
অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোশারফ হোসেন এবং মো: সিহাব খান রবিবার (৭ সেপ্টেম্বর) বিদ্যালয় পরিদর্শন করেন। তারা অভিভাবক, শিক্ষক ও স্থানীয়দের সাথে কথা বলেন। প্রাথমিক তদন্তে বিদ্যালয়ের শৃঙ্খলা ভাঙনের পেছনে পারিবারিক দ্বন্দ্বের বিষয়টিও উঠে এসেছে।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তারা জানান, তদন্ত প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিদ্যালয়ের চলমান অস্থিরতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় অভিভাবকরা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
কালের সমাজ/ বি.চ./ সাএ
আপনার মতামত লিখুন :