ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

পার্বতীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কালের সমাজ | পার্বতীপুর প্রতিনিধি সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৮:২১ পিএম পার্বতীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল— “প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার”।

দিনাজপুরের পার্বতীপুরে দিবসটি উপলক্ষে গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) ও গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে সোমবার (৮ সেপ্টেম্বর) র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিবিকে চত্বরে এসে শেষ হয়। পরে জিবিকে মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাম বিকাশ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এ. টি. এম ফরহাদুজ্জামান এবং সঞ্চালনা করেন মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার শ্যামল কান্তি রায় সিংহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, জিবিকে-র সহকারী পরিচালক বাবলুর রহমান, ট্রেনিং ম্যানেজার আবুল হাসিম, বাংলাদেশ শিক্ষক সমিতি পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ও সিংগীমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেহ সরকারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া স্থানীয় সাংবাদিকরাও অনুষ্ঠানে যোগ দেন।

বক্তারা বলেন, সাক্ষরতা কেবল অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মাতৃভাষায় পড়া, লেখা, অনুধাবন, যোগাযোগ ও গণনার পাশাপাশি দৈনন্দিন জীবনে জ্ঞান প্রয়োগের সক্ষমতাও অর্জন করতে হয়। তারা আরও উল্লেখ করেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সাক্ষরতার বিকল্প নেই।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!