ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

মানিকগঞ্জে বিএনপির প্রচারণায় রফিক উদ্দিন ভূঁইয়া হাবু

কালের সমাজ মানিকগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ৮, ২০২৫, ০২:১২ পিএম মানিকগঞ্জে বিএনপির প্রচারণায় রফিক উদ্দিন ভূঁইয়া হাবু

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব আফরোজা খান রিতার পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জেলা বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা রফিক উদ্দিন ভূঁইয়া হাবু। প্রচারণাকালে তিনি বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কার ও পুনর্গঠনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।

৯০-এর দশকে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে একজন উদীয়মান তরুণ নেতা হিসেবে আলোচনায় আসেন রফিক উদ্দিন ভূঁইয়া হাবু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে শৈশব থেকেই জাতীয়তাবাদী রাজনীতিতে সম্পৃক্ত তিনি।

মানিকগঞ্জ পৌর এলাকার আওয়ামী লীগ-প্রভাবিত দাশরা সিদ্দিক নগর এলাকায় বেড়ে ওঠা হাবু রাজনৈতিক জীবনে নানা নির্যাতনের শিকার হন। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, একাধিকবার প্রাণঘাতী হামলার শিকার হওয়া, অসংখ্য মামলা ও জেলজুলুম সত্ত্বেও তিনি বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়াননি।

রাজনৈতিক জীবনে তিনি জেলা ছাত্রদলের প্রভাবশালী নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

প্রচারণাকালে তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশবিরোধী ষড়যন্ত্র থেমে নেই। পতিত সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে তৎপর। কিন্তু দেশের জনগণ সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে বিএনপিকে বিজয়ী করবে।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। পতিত সরকারের কোনো অপছায়া যেন এ দেশে পুনরায় দাঁড়াতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।”

 

কালের সমাজ/ কা.মি./ সাএ
 

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!