ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সিরাজগঞ্জে সহপাঠীর ছুরিকাঘাতে আহত স্কুলছাত্র: ন্যায় বিচার দাবি পরিবারের

কালের সমাজ মোঃজুবায়ের হোসেন সদর উপজেলা প্রতিনিধি সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৭:৪৬ পিএম সিরাজগঞ্জে সহপাঠীর ছুরিকাঘাতে আহত স্কুলছাত্র: ন্যায় বিচার দাবি পরিবারের

সিরাজগঞ্জের যমুনা কারিগরি ইনস্টিটিউটের ক্লাস নাইনে পড়া ছাত্র মোহাম্মদ আবু হানিফ তুহিনকে সহপাঠী মোহাম্মদ অহিদুল ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১৫ মিনিটে এই ঘটনা ঘটে। তুহিনের পিতা মোঃ শহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অহিদুল পূর্বে বিভিন্ন সময়ে হুমকি দিয়েছে।

পরীক্ষা শেষে হল রুম থেকে বের হওয়ার সময় অহিদুল তুহিনকে ছুরি দিয়ে আক্রমণ করে। গুরুতর আহত তুহিনকে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহপাঠী ও শিক্ষকদের মতে, অহিদুল একজন উৎশৃংখল ও বদমেজাজি ছাত্র। স্থানীয় প্রশাসন ও সমাজের নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তুহিনের পরিবার ও স্থানীয় জনগণ এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন। পরিবারের সদস্যরা বলেন, "আমার ভাইকে যারা অন্যায়ভাবে আহত করেছে তাদের যেন সঠিক বিচারের আওতায় আনা হয়।" সামাজিকভাবে ঘটনাটি মিমাংসার চেষ্টা হলেও, আইনি ভাবে এর সুষ্ঠু সমাধান চান তারা।

এই ঘটনার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে। শিক্ষার্থীদের মধ্যে সহিংসতা রোধে প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে। এমন কর্মকাণ্ড শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করে এবং শিক্ষার্থীদের মনে ভীতি সঞ্চার করে।

বিষয়টি নিয়ে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত শুরু করেছে। সিরাজগঞ্জের পুলিশ সুপার বলেন, "অহিদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।" পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আইনের প্রতি আস্থা রাখছেন এবং ন্যায় বিচার আশা করছেন।

এ ধরনের সহিংসতা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। তাই সমাজের সকল স্তরের মানুষকে এই ধরনের সহিংস কার্যকলাপের বিরুদ্ধে সচেতন হতে হবে এবং শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে।

 

কালের সমাজ/ জ.হ./সাএ

 

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!