কিশোরগঞ্জের কুলিয়ারচরে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টাকালে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আগরপুর বাগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—মো. জুনাইদ (২৭), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার পাউলদিয়া গ্রামের শামাল হাওলাদারের ছেলে এবং তার চাচাতো ছোট ভাই শাহাদাত (২০), আকরাম হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে শ্বশুরবাড়ি কুলিয়ারচরের কামালিয়াকান্দি মহল্লা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন জুনাইদ। পথে মনোহরপুর এলাকায় হেলমেট পরিহিত তিনজন ছিনতাইকারী তাদের মোটরসাইকেল থামানোর জন্য অস্ত্রের মুখে সংকেত দেয়। আতঙ্কে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে ছিনতাইকারীরাও তাদের পিছনে ধাওয়া করে। এক পর্যায়ে আগরপুর বাগপাড়া এলাকায় গিয়ে তাদেরকে উদ্দেশ্য করে গুলি করে। পরে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে কিশোরগঞ্জের দিকে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এতে জুনাইদের কোমরে এবং শাহাদাতের পায়ে গুলি লাগে। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরিদর্শন করেন ভৈরব–কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব।
এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, “দুই মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা বা ঘটনা এ থানায় আগে কখনো ঘটেনি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”
কালের সমাজ/ স.মি. /সাএ
আপনার মতামত লিখুন :