ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

যক্ষ্মা চিকিৎসায় আইসিডিডিআর,বি-এর পাশে প্রাইম ব্যাংক

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৬:৫২ পিএম যক্ষ্মা চিকিৎসায় আইসিডিডিআর,বি-এর পাশে প্রাইম ব্যাংক

বাংলাদেশে যক্ষ্মা এখনও একটি বড় জনস্বাস্থ্য সংকট। শুধু ২০২৩ সালেই এ রোগে প্রাণ হারিয়েছেন প্রায় ৪৪ হাজার মানুষ, অর্থাৎ গড়ে প্রতি ১২ মিনিটে একজনের মৃত্যু ঘটেছে যক্ষ্মায়। এই পরিস্থিতি মোকাবেলায় সহযোগিতার হাত বাড়িয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

রোগ প্রতিরোধ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ব্যাংকটি বিশ্বখ্যাত স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। এ লক্ষ্যে সোমবার (৯ সেপ্টেম্বর) প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়।

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংক এক বছরের জন্য আইসিডিডিআর,বি-এর সিলেট টিবি স্ক্রিনিং অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার (TBSTC)-এ যক্ষ্মা পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করবে। এ সময় প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ এবং আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ড. তাহমীদ আহমেদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

আইসিডিডিআর,বি ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত যক্ষ্মা প্রতিরোধ কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ সময়ে প্রতিষ্ঠানটি ৫ কোটি ২০ লাখেরও বেশি মানুষকে স্ক্রিনিং করেছে এবং শনাক্ত করেছে ১ লাখ ৪৮ হাজারের বেশি রোগী, যার মধ্যে ১৮ হাজার শিশু। এছাড়া ৫,৫০০-এরও বেশি ওষুধ-প্রতিরোধী টিবি রোগীর চিকিৎসা নিশ্চিত করেছে।

প্রাইম ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এই সহযোগিতার মাধ্যমে তারা জনস্বাস্থ্য, শিক্ষা ও কমিউনিটির কল্যাণে নিজেদের অঙ্গীকার আরও শক্তিশালী করছে। ব্যাংকটি প্রতিরোধযোগ্য মৃত্যু হ্রাস ও একটি সুস্থ, সহনশীল বাংলাদেশ গঠনে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!