ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

নেপালের প্রেসিডেন্ট পৌডেলের পদত্যাগ

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৭:২৩ পিএম নেপালের প্রেসিডেন্ট পৌডেলের পদত্যাগ

টানা বিক্ষোভ, সহিংসতা ও প্রাণহানির মুখে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি এ সিদ্ধান্ত নেন। এর আগে একই দিন দুপুরে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগপত্র জমা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে দেশজুড়ে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন। রাজনৈতিক নেতৃত্বের টানা পদত্যাগের পরও বিক্ষোভ থামেনি, বরং তা আরও বিস্তৃত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রেসিডেন্টের পদত্যাগের পর রাজধানী কাঠমান্ডুর তার সরকারি বাসভবনে প্রবেশ করে বিক্ষোভকারীরা। এ সময় ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। বিক্ষোভকারীরা ভেতর থেকে নানা সামগ্রী লুটপাটও করে নিয়ে যায়। স্থানীয় বিশ্লেষকরা একে নেপালের সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

অন্যদিকে, পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি দুবাইয়ের উদ্দেশে দেশত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তিনি এরই মধ্যে দায়িত্বভার অস্থায়ীভাবে ডেপুটি প্রধানমন্ত্রীকে অর্পণ করেছেন।

পদত্যাগের আগে দেওয়া এক বিবৃতিতে অলি বলেন, “রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আমি সব দলের নেতাদের সঙ্গে আলোচনা করছি। আজ সন্ধ্যা ৬টায় সর্বদলীয় বৈঠক আহ্বান করেছি। আমি নেপালের নাগরিকদের প্রতি আহ্বান জানাই, এই কঠিন সময়ে শান্ত থাকুন।”

ক্রমাগত সহিংসতা, প্রাণহানি ও শীর্ষ নেতৃত্বের পদত্যাগে নেপাল এখন এক অভূতপূর্ব রাজনৈতিক শূন্যতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!