ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

বিশিষ্ট সাংবাদিক অসিত গাইনকে সংবর্ধনা দিল বিজেসি দক্ষিণ অঞ্চল

কালের সমাজ | মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৬:৫৮ পিএম বিশিষ্ট সাংবাদিক অসিত গাইনকে সংবর্ধনা দিল বিজেসি দক্ষিণ অঞ্চল

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাংলাদেশ সাংবাদিক ক্লাবের (বিজেসি) দক্ষিণ অঞ্চল প্রধান কার্যালয়ের উদ্যোগে বিশিষ্ট সাংবাদিক ও বিজেসি কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি অসিত গাইনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জলিরপাড়ে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেসি দক্ষিণ অঞ্চল প্রধান কার্যালয়ের সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি ফকির মিরাজ আলী শেখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহামুদ মিনা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেসি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অসিত গাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন,
"সাংবাদিকতা একটি সাহসী পেশা। মফস্বল সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে একটি আপদকালীন তহবিল গঠন করা হবে। দেশের স্বাধীনতা সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা ছিল অনস্বীকার্য, সেই ঐতিহ্যকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।"

অনুষ্ঠানে বক্তৃতা দেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি সিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, জলিরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আজগর আলী, ননীক্ষীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সরদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মো. লিটন শেখ ও মো. শুকুর আলী চোকদার।

অনুষ্ঠান পরিচালনা করেন সিএনএন টিভির রাজৈর উপজেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এশিয়ান টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি তানভীর হাসান সৈকত, মুকসুদপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো. বাবুল শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ছাড়া, অনুষ্ঠানের শুরুতে ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল ইসলামের অকাল মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!