ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের মৃত্যু

কালের সমাজ | কালের সমাজ ডেস্ক সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৬:০৫ পিএম ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে তরিকুল শিবলী (৪০) নামের এক সাংবাদিক হঠাৎ মৃত্যুবরণ করেছেন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কার্জন হলে সংবাদ সংগ্রহের সময় তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীদের বর্ণনায় জানা যায়, লাইভ সম্প্রচারের সময়ই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলেও আর বাঁচানো সম্ভব হয়নি।


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। প্রাথমিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা ধারণা করছেন। তবে ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

তরিকুল শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তিনি ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। দুই কন্যাসন্তানের জনক ছিলেন তিনি।

 

কালের সমাজ/ সাএ
 

Side banner
Link copied!