ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

লামায় মহিলা মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন, এলাকাবাসীর প্রতিবাদ

কালের সমাজ | মো. ইসমাইলুল করিম, বান্দরবান জেলা প্রতিনিধি সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৮:৫৪ পিএম লামায় মহিলা মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন, এলাকাবাসীর প্রতিবাদ

বান্দরবান জেলার লামা উপজেলায় ফাইতং ইউনিয়ন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার শাহেদা ইয়াসমিনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে। অভিযোগ করা হয়েছিল, তিনি সরকারি ত্রাণ, ভিজিডি/চাউল কার্ড, বয়স্ক ও বিধবা ভাতা প্রাপ্তদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন।

তবে স্থানীয় জনগণ ও ভুক্তভোগী পরিবারগুলো উক্ত অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়ে প্রতিবাদ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তারা বলেন, “শাহেদা ইয়াসমিন কখনো সরকারি সুযোগ-সুবিধা প্রদানে টাকা নেননি। ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা বা গর্ভবতী ভাতার জন্য কোনো আর্থিক লেনদেন হয়নি।”

মহিলা মেম্বার শাহেদা ইয়াসমিনও এই অভিযোগের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “মানববন্ধনটি আমার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করা ব্যক্তিরা ও তাদের সমর্থকরা ষড়যন্ত্রমূলকভাবে চালিয়েছে। আমি কখনো ভিজিডি কার্ড বা সরকারি সুবিধার জন্য কারও কাছ থেকে টাকা চাইনি। তিনটি ওয়ার্ডে ভিজিডি কার্ড বিতরণ হয়েছে, এবং কেউ প্রমাণ করতে পারবে না যে আমি টাকা নিয়েছি। যদি কেউ প্রমাণ দিতে পারে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় প্রশাসনও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, “এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা বলছেন, মানববন্ধন ও মিথ্যা প্রচার ঘটানো হয়েছে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে। তারা এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!